ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারের প্রতিবাদ সমাবেশ করবে ‘ইন্ডিয়া’জোট

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারের বিরুদ্ধে আগামী ৩১ শে মার্চ দিল্লির রামলিলা ময়দানে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দলগুলোর সর্ববৃহৎ জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)’। হিন্দুস্থান টাইমস জানায়, ভারত স্থানীয় সময় রোববার বিরোধী জোটের এক সংবাদ সম্মেলনে আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির মন্ত্রী গোপাল রাই এ কর্মসূচী ঘোষণা করেন।


সংবাদ সম্মেলনে গোপাল রাই বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে দেশজুড়ে সংবিধানকে ভালবাসা ও সম্মান করা মানুষের হৃদয়ে ক্ষোভ জন্মেছে। শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বিষয় নয়, এটি একে একে সমগ্র বিরোধীদের নিশ্চিহ্ন করার পদক্ষেপ।’


প্রতিবাদ কর্মসূচীর ঘোষণা দিয়ে গোপাল বলেন, ‘৩১ শে মার্চের মহাসমাবেশটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এতে দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান হবে।’


কেজরিওয়াল গ্রেফতারের কারণ ব্যাখ্যা দিয়ে গোপাল রাই নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি কেন্দ্রীয় সংস্থাগুলোকে অপব্যবহার করছেন। বিধায়কদের কিনে নিচ্ছেন। হয় বিধায়কদের টাকা দিয়ে কেনা হচ্ছে বা তাদের বিজেপিতে যোগ দিতে জোর করা হচ্ছে। যারা বিক্রি হতে প্রস্তুত নয় বা মাথা নত করছেন না তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে।’


মহাসমাবেশের বিষয়ে এএপির নেতা ও দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, ‘রামলিলা ময়দান একটি ঐতিহাসিক স্থান। দেশের সবচেয়ে বড় বিপ্লবগুলো রামলিলা ময়দান থেকে শুরু হয়েছিল। এএপিও রামলিলা ময়দান থেকেই ওঠে আসছে। ভারতের সমস্ত দলের সিনিয়র নেতারা সমাবেশে অংশ নেবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।’


ভারতের শীর্ষ বিরোধী দল কংগ্রেসের দিল্লির প্রধান অরবিন্দর সিং লাভলি বলেছেন, ‘গণতন্ত্র হুমকির মুখে, আমাদের নেতা (কংগ্রেস সাংসদ) রাহুল গান্ধি গণতন্ত্র বাঁচাতে লড়াই করছেন। আমরা ইন্ডিয়া জোটের অংশীদারদের পাশে মজবুতভাবে আছি।’


এর আগে, বৃহস্পতিবার মদ সংক্রান্ত আবগারি নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পেশ করে।


দিল্লির আদালতের নির্দেশে কেজরিওয়াল বর্তমানে ইডির কাছে ৬ দিনের রিমান্ডে আছেন।

ads

Our Facebook Page